এখান থেকে তেলাওয়াত শুনুন
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ﴾
১) তুমি কি তাকে দেখেছো৷ যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে ?
1. Have you seen the one who denies the Recompense?
﴿فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ﴾
২) সে-ই তো এতিমকে ধাক্কা দেয়
2. For that is the one who drives away the orphan
﴿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ﴾
৩) এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না৷
3. And does not encourage the feeding of the poor.
﴿فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ﴾
৪) তারপর সেই নামাযীদের জন্য ধবংস,
4. So woe to those who pray
﴿الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ﴾
৫) যারা নিজেদের নামাযের ব্যাপারে গাফলতি করে
5. [But] who are heedless of their prayer –
﴿الَّذِينَ هُمْ يُرَاءُونَ﴾
৬) যারা লোক দেখানো কাজ করে
6. Those who make show [of their deeds]
﴿وَيَمْنَعُونَ الْمَاعُونَ﴾
৭) এবং মামুলি প্রয়োজনের জিনিসপাতি ( লোকদেরকে ) দিতে বিরত থাকে৷
7. And withhold [simple] assistance.