এখান থেকে তেলাওয়াত শুনুন
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ﴾
১) ধবংশ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনা সামনি) লোকদের ধিক্কার দেয় এবং (পেছনে ) নিন্দা করতে অভ্যস্ত ৷
﴿الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ﴾
২) যে অর্থ জমায় এবং তা গুণে গুণে রাখে৷
﴿يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ﴾
৩) সে মনে করে তার অর্থ -সম্পদ চিরকাল থাকবে ৷
﴿كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ﴾
৪) কখনো নয়, তাকে তো চূর্ণ – বিচূর্ণকারী জায়গায় ফেলে দেয়া হবে৷
﴿وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ﴾
৫) আর তুমি কি জানো সেই চূর্ণ – বিচূর্ণকারী জায়গাটি কি ?
﴿نَارُ اللَّهِ الْمُوقَدَةُ﴾
৬) আল্লাহর আগুন , প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত ,
﴿الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ﴾
৭) যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে ৷
﴿إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ﴾
৮) তা তাদের ওপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে
﴿فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ﴾
৯) (এমন অবস্থায় যে তা ) উঁচু উঁচু থামে (ঘেরাও হয়ে থাকবো )৷